সম্পর্কের গণিত


সম্পর্কটা ভাগের ছিল, তাই প্রয়োজনভিত্তিক কিছুটা গুণ করে নিলাম।

চেষ্টা করেছিলাম দোষত্রুটি গুলি বিয়োগ করতে, কিন্তু সময়ের সমন্বয়ে অবশেষে কিঞ্চিৎ যোগ করতে বাধ্য হলাম।

সরলটা জটিল হয়ে গিয়েছিল, মানের হ্রাস বৃদ্ধি ঘটেছিল একটা মিশ্র অনুপাতেই। 

কিন্তু ঐকিক পদ্ধতিতে গড়মিল এতটাই ছিল যে, সমীকরণটি অমিল রয়ে গেল চিরতরে।

- written by ©thesudipbiswas



Post a Comment

0 Comments