মাতৃবন্দনা



আজ শরতের প্রাক্কালে মা তোমায় করেছি বন্দনা,

সহিতে পারছি না আর মন-মাঝারের এই অসংখ্য যন্ত্রনা।

মা তুমি আসবে কবে, দেখা দেবে দুচোখ ভরে।

 

হৃতসর্বস্ব হয়ে বসে আছি আমি একাকি, স্বপ্নগুলি সব চূর্ণ।

করবে কি এই অধমের সামান্য ইচ্ছাটুকু পূর্ণ।

মা তুমি আসবে কবে, দেখা দেবে দুচোখ ভরে।

 

ঋণের বোঝায় জর্জরিত আমার এই জীর্ণ দেহ।

কিভাবে সহিব অন্তরের এই তীব্র প্রদাহ।

মা তুমি আসবে কবে, দেখা দেবে দুচোখ ভরে।

 

আধপেটা খাওয়া নিঃস্ব এই পরিবারের ম্লান মুখবিবর।

মনে হয় ত্যাগ করি এই নিকৃষ্ট কলবর।

মা তুমি আসবে কবে, দেখা দেবে দুচোখ ভরে।

 

আর্জি আমি করিলাম মাগো, মর্জি তোমার অজানা

চাইযে শুধু বাঁচতে মাগো, চাইনে কুবেরের খাজানা

 

তাই মাগো, বলো তুমি আসবে কবে, দেখা দেবে দুচোখ ভরে।।

-written by ©thesudipbiswas



Post a Comment

0 Comments