হবে না

 


আর হয়তো কোনোদিন কথা হবে না।

আর হয়তো কোনোদিন দেখা হবে না।

বিরল কিছু মুহূর্তের সাক্ষী রয়ে যাবে, অবিরল কিছু আবেগ।

আর হয়তো কোনোদিন এ রাতের দিন হবে না।


ঘনীভূত মেঘের অক্লান্ত এক বর্ষণ।

অন্তরের অন্তরালে কার্যত মৌলিক এক কর্ষণ। 

সূক্ষ্মতার অগোচরে সাত্বিক স্বপ্নরাজি, আজ ভেঙ্গে চূর্ণবিচূর্ণ ।

আর হয়তো কোনোদিন এ মনের হরণ হবে না।

-written by ©thesudipbiswas


Post a Comment

0 Comments