ভালোবাসা


"I Love You" বলার থেকে "আমি তোমাকে ভালোবাসি" বলাটা অনেক বেশি শক্ত। হাতে হাত ধরে সর্বত্র ঘোরার থেকে আলতো করে নিজের হাতটা প্রিয় মানুষটির গালে রেখে, "আমি সবসময়ের জন্য তোমার পাশে আছি" বলাটা অনেক বেশি শক্ত।

আমাদের পরিমিত জ্ঞানে, আমরা ভালোবাসাকে নবজাতকরুপে পরিগণনা করি। কিন্তু পারতপক্ষে ভালোবাসা আমাদের অভিভাবক। ভালোবাসার পরিসর আমাদের চিন্তাভাবনার সর্বোপরি। শব্দের বেড়াজালে এটিকে আবদ্ধ রাখা যায় না। এটিকে বিদ্ধ করাও যায় না, শব্দের অপব্যবহার করে।

কারণ ভালোবাসা অবিনশ্বর, স্বতন্ত্র, বৃহৎ ।।

-written by ©thesudipbiswas


Post a Comment

0 Comments