আমার মেয়ে



চাপা হাসির মনের কষ্ট বোঝা বড় দায়।

অন্ধকারে বসে বসে জগতকে আলো দেখায়।

 

মার্জিত মনের উজ্জ্বল দৃষ্টি লক্ষ্য আমি করি।

বসে আছি নীরব মনে, দেখা কবে করি।

 

আওয়াজ আমার নীরব আজিকে মন যে আমার অধীর।

দর্শনের পিপাসা জাগে, ইচ্ছাশক্তি সুধীর।

 

অঙ্কনের মাঝে সমায়িত কথ্য কল্পনা আমি করি।

আমি রয়েছি বদ্ধপরিকরে, তোমাকে “মা” বলে না ডেকে কিভাবে আমি মরি।

-written by ©thesudipbiswas







Post a Comment

1 Comments

  1. অসাধারণ কবিতা। মন ছুঁয়ে গেল।

    ReplyDelete

Please do not enter any spam link in the comment box